Tuesday , 28 March 2023

Home » বিনোদন » ফজলুর রহমান বাবু আবারও প্লেব্যাকে

ফজলুর রহমান বাবু আবারও প্লেব্যাকে

January 17, 2017 10:10 am by: Category: বিনোদন, শীর্ষ খবর Leave a comment A+ / A-

অভিনয়েই তিনি বেশি ব্যস্ত থাকেন। তবে মাঝে মাঝে গানও করেন। তারই অভিনীত ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেছিলেন। এবার বাবুর কণ্ঠ পাওয়া যাবে আরও তিন পেশাদার শিল্পীর সঙ্গে। তারা হলেন- দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান ও জয়িতা।
‘চর জেগেছে’ শিরোনামের এ গানটি তৈরি করেছেন ইমন সাহা। লিখেছেন শাহ আলম সরকার। অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এ থাকছে এটি।

বাবু বলেন, ‘এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুবই ভালো লেগেছে গানের কথা এবং সুর। গাইতেও বেশ ভালো লেগেছে।’

নদীর বুকে চর জেগে উঠার উৎসবকে ঘিরে ছবিতে বাজবে চার শিল্পীর গাওয়া এ গান। গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে সাব্বির বলেন, ‘অসাধারণ একটি গান। যৌথ কণ্ঠের গান হলেও প্রথমবারের মতো আমি ইমন দাদার সুরে গেয়েছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। এর দৃশ্যধারণ শুরু হয়েছে ডিসেম্বরে। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ছবিটি। প্রধান তিন চরিত্রই নতুন মুখ। বিশেষ চরিত্রে আছেন সুবর্ণা মুস্তাফা। অন্য শিল্পীরা হলেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, শাহাদৎ প্রমুখ। উল্লেখ্য, এ মুহূর্তে ফজলুর রহমান বাবু তৌকীর আহমেদের ‘হালদা’ ছবি সহ ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ফজলুর রহমান বাবু আবারও প্লেব্যাকে Reviewed by on . অভিনয়েই তিনি বেশি ব্যস্ত থাকেন। তবে মাঝে মাঝে গানও করেন। তারই অভিনীত ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেছিলেন। এবার বাবুর কণ্ঠ পাওয়া যাবে আরও তিন পেশাদ অভিনয়েই তিনি বেশি ব্যস্ত থাকেন। তবে মাঝে মাঝে গানও করেন। তারই অভিনীত ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেছিলেন। এবার বাবুর কণ্ঠ পাওয়া যাবে আরও তিন পেশাদ Rating: 0

Leave a Comment

scroll to top