Thursday , 28 September 2023

Home » তথ্যপ্রযুক্তি » নতুন ল্যাপটপ কম্পিউটার

নতুন ল্যাপটপ কম্পিউটার

January 17, 2017 11:12 am by: Category: তথ্যপ্রযুক্তি Leave a comment A+ / A-

ফুল এইচডি মনিটরের লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ল্যাপটপটি সপ্তম প্রজন্মের কোর আইথ্রি, কোর আইফাইভ ও কোর আইসেভেন প্রসেসরের তিনটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ১৫ দশমিক ৬ ও ১৪ ইঞ্চি পর্দার আইডিয়াপ্যাড ৩১০ ডিডিআর ৪ র‍্যাম, এনভিডিয়া ও ইন্টেল গ্রাফিকস কার্ড-সমৃদ্ধ। কোর আইথ্রি ল্যাপটপগুলোর দাম ৪০ হাজার টাকা থেকে শুরু, কোর আইফাইভের ৫০ হাজার টাকা থেকে এবং কোর আইসেভেন ল্যাপটপগুলোর দাম শুরু ৬০ হাজার টাকা থেকে।  বিজ্ঞপ্তি

নতুন ল্যাপটপ কম্পিউটার Reviewed by on . ফুল এইচডি মনিটরের লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ল্যাপটপটি সপ্তম প্রজন্মের কোর আইথ্রি, কোর আইফাইভ ও কোর আইসেভেন ফুল এইচডি মনিটরের লেনোভো আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ল্যাপটপটি সপ্তম প্রজন্মের কোর আইথ্রি, কোর আইফাইভ ও কোর আইসেভেন Rating: 0

Leave a Comment

scroll to top