Saturday , 10 June 2023

Home » জাতীয় » চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

January 18, 2017 10:07 am by: Category: জাতীয়, শীর্ষ খবর Leave a comment A+ / A-

মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক প্রধান বিচারপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ।

তিনি যুগান্তরকে জানান, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সেখানে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

২০০৮ সালের ১ জুন দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।

এর আগে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে পর্যন্ত দায়িত্ব পালন করেন রুহুল আমিন।

রুহুল আমিনের জন্ম ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন রুহুল আমিন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন Reviewed by on . মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অত Rating: 0

Leave a Comment

scroll to top