Tuesday , 28 March 2023

Home » বিনোদন » বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় রাতাশ্রী

বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় রাতাশ্রী

January 18, 2017 10:33 am by: Category: বিনোদন Leave a comment A+ / A-

কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। ফটোশুট আর মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু তার। ভারতের উড়িশ্যার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও পথচলা শুরু করেন।
এবার বাংলাদেশের ছবিতে অভিষেক হচ্ছে এ নায়িকার। ছবির নাম ‘তুখোড়’। পরিচালক মিজানুর রহমান লাবু। এ ছবিতে আরেক নবাগত নায়ক শিবলী নোমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাতাশ্রী।

প্রথমবার বাংলাদেশী কোনো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘চূড়ান্তভাবে ক্যামেরার সামনে যাওয়ার আগে রিহার্সেলে অংশ নিতে হয়েছে আমাকে। শুধু আমি নই। তুখোড় সিনেমার প্রত্যেক অভিনয়শিল্পী রিহার্সেল করার পরই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সবার চেষ্টায় একটি ভালো গল্প এবং নির্মাণশৈলীর ছবি হয়েছে তুখোড়। আশা করি সবার ভালো লাগবে।’

ছবিতে রাতাশ্রী ও শিবলী ছাড়া আরও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স সুন্দরী সামিহা ও সোমা, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান ও শায়েরী। ২০ জানুয়ারি মুক্তির লক্ষ্যে এরইমধ্যে ৬০টি হল নিশ্চিত করেছেন বলে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে।

বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় রাতাশ্রী Reviewed by on . কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। ফটোশুট আর মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু তার। ভারতের উড়িশ্যার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও পথচলা শুরু করেন। এবার বাংলাদ কলকাতার মেয়ে রাতাশ্রী দত্ত। ফটোশুট আর মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু তার। ভারতের উড়িশ্যার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও পথচলা শুরু করেন। এবার বাংলাদ Rating: 0

Leave a Comment

scroll to top