Thursday , 28 September 2023

Home » রাজনীতি » রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্যদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্যদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা। পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সদস্যরা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জেলা পরিষদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। স্থানীয় উন্নয়নে জেলা পরিষদের গুরুত্ব অত্যাধিক। তিনি চেয়ারম্যান ও সদস্যদেরকে জনস্বার্থে কে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ দেন।

রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্যদের সাক্ষাৎ Reviewed by on . রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা। পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সদস্যরা বুধবার বঙ্ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা। পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সদস্যরা বুধবার বঙ্ Rating:
scroll to top