হকার্স ইউনিয়ন নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ বছর যাবত তাদের ১০ দফা বাস্তবায়নের জন্য তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে। বর্তমানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন তারা। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত হকাররা রাজপথে থাকবে বলে সরকারকে সাফ জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানা হবে না।আজ সকালে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে হকার্স ইউনিয়নের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ।এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের আহ্বায়ক আব্দুল হাশেম কবির, শফিকুর রহমান বাবুল, আলী আহম্মদ, হযরত আলী, আজিজুল ইসলাম, দুলাল মিয়া, মঞ্জুর মঈন, শহীদ গোলাপ, আনোয়ার হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে তারা প্রতীকী অনশনসহ আগামী ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি দিয়েছেন।সেকেন্দার হায়াৎ তার লিখিত বক্তব্যে বলেন, গত এক সপ্তাহ ধরে ঢাকা শহরের ফুটপাতের হকারদের উপর চলছে এক নির্মম ও নিষ্টুর অভিযান। উচ্ছেদের নামে প্রতিদিন সিটি কর্পোরেশনের সাথে পুলিশ ও অন্যান্য বাহিনী ব্যাপক ভাংচুর, মালামাল নষ্ট, লুটপাট চালাচ্ছে। হাজার হাজার স্বল্প পুঁজির হকার মালামাল হারিয়ে, রুটি রুজির জায়গা থেকে বিতাড়িত হয়েছে। এই মানুষগুলো সর্বশান্ত অবস্থায় পরিবার, পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। এই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলো নিরুপায় হয়ে প্রতিরোধ সংগ্রামে নেমেছে। বহু প্রতিকূলতা মোকাবেলা করে চলছে হকারদের দশ দফা দাবির আন্দোলন। ম্যাজিষ্ট্রেট ও বুলডোজারের সামনে সহায় সম্বল রক্ষার আকুতি নিয়ে দাঁড়ানো এবং ফলাফল হিসেবে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিদিনই। নিরীহ হকারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও প্রশাসনের এই নিষ্টুর বলপ্রয়োগ অবিলম্বে বন্ধ করা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতের চার ভাগের এক ভাগ জায়গায় হকার বসতে দেয়ার দাবি জানান তারা।
Latest News
- » পরিবারগুলোয় বিচ্ছিন্নতাবোধ বেড়েই চলেছে
- » পায়রা-বাঁশখালী বন্ধ, আশার আলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- » আবারো নির্বাচন নিয়ে খেলায় মেতেছে সরকাল: ফখরুল
- » শঙ্কায় বলিউড!
- » ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া। দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নীরবতা বজায় রেখেছে কিয়েভ
- » নাচ শিখতে গিয়ে কান্নাকাটি সুহানা খানের
- » ভিটামিন সি কেন খাবেন?
- » তেলের দাম বাড়াতে কৌশলী অবস্থানে সৌদি আরব
- » সবাই বলবে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না: পরীমনি
- » বাদশাহ শাহরুখে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী মোদী