Tuesday , 28 March 2023

Home » খেলাধুলা » আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা

আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা

January 24, 2017 1:34 pm by: Category: খেলাধুলা Leave a comment A+ / A-

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করার একদিন পর এবার ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেছেন তার ‘কথিত’ স্ত্রী নাসরিন সুলতানা।সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে যৌতুক আইনের মামলাটি দায়ের করা হয়। সানির পাশাপাশি এ মামলাতে তার মাকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।এর আগে, গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলা করেন ওই তরুণী। ওই মামলায় আরাফাত সানিকে রবিবার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে বিচারক একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা Reviewed by on . তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করার একদিন পর এবার ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেছেন তার 'কথিত' স্ত্রী নাসরিন সুলতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করার একদিন পর এবার ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে আরেকটি মামলা দায়ের করেছেন তার 'কথিত' স্ত্রী নাসরিন সুলতা Rating: 0

Leave a Comment

scroll to top