Thursday , 28 September 2023

Home » রাজনীতি » এমপিসহ দুই নেতাকে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ

এমপিসহ দুই নেতাকে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ

January 28, 2017 10:08 am by: Category: রাজনীতি, শীর্ষ খবর Leave a comment A+ / A-

ভারতের উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিজেপিতে অসন্তোষ দেখা দিয়েছে।

এরই জের ধরে অযোধ্যায় দলছুট এক নেতাকে মনোনয়ন দেয়ায় বিজেপির স্থানীয় এমপিসহ শীর্ষ দুই নেতাকে দুই ঘণ্টা দড়ি দিয়ে বেঁধে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিজেপির ফাইজাবাদ জেলা কার্যালয়ে স্থানীয় এমপি লালু সিং ও স্থানীয় নেতা আওয়াধেশপান্ডেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দড়ি দিয়ে বেঁধে রেখে দলের বিরুদ্ধে স্লোগান দেন।
১৯৯২ সালে বাবরি সমজিদ ধ্বংসের নেতৃত্বদানকারী তৎকালীন কংগ্রেস নেতা ভেদ গুপ্তাকে অযোধ্যায় মনোয়ন দেয় বিজেপি।
ভেদ গুপ্তা ভারতীয় সমাজবাদী পার্টিতে ছিলেন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।
রাজ্যসভার ৪০৩টি আসনের মধ্যে ৩৭১টি আসনে ক্ষমতাসীন বিজেপি তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
এদিকে বিগত নির্বাচনে হেরে যাওয়া রাজ্যের বারাবাংকি এলাকার দুই শীর্ষ নেতা সুন্দর লাল দিক্ষিত ও রামবাবু দ্বিবেদি মনোনয়ন না পেয়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ করেছেন।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এ রাজ্যে সপ্তাহব্যাপী ভোট শুরু হবে। তবে ফলাফল পাঞ্জাবসহ অন্য রাজ্যগুলোর সঙ্গে ১১ মার্চ ঘোষণা করা হবে।

এমপিসহ দুই নেতাকে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ Reviewed by on . ভারতের উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিজেপিতে অসন্তোষ দেখা দিয়েছে। এরই জের ধরে অযোধ্যায় দলছুট এক নেতাকে মনোনয়ন দেয়ায় বিজেপির স্থানীয় এমপ ভারতের উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিজেপিতে অসন্তোষ দেখা দিয়েছে। এরই জের ধরে অযোধ্যায় দলছুট এক নেতাকে মনোনয়ন দেয়ায় বিজেপির স্থানীয় এমপ Rating: 0

Leave a Comment

scroll to top