প্রশ্নপত্র ফাঁসের কারণে অবশেষে বাতিল করা হলো রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ব্যাংকের তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সূত্র।
সন্ধ্যায় সোয়া সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত বোর্ডের সভা চলে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানতে চাইলে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার বজলুল হক বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় বোর্ডের বৈঠকে আমরা পরীক্ষা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পরীক্ষার তারিখ শিগগিরই পত্রিকার মাধ্যমে জানানো হবে। এবং যারা প্রবেশ পত্র ইতোপূর্বে পেয়েছিলেন তারাই আবার পরীক্ষায় অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। একই কথা বলেন বোর্ডের আরেক সদস্য আরস্ত খান।
এর আগে খন্দকার বজলুল হক ৩১ মে বাংলানিউজকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বলেছিলেন, তিনি জেনেছেন যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তাই ফল প্রকাশ স্থগিত করা হয়। এবং তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একটি মহল সুপরিকল্পিত ভাবে এই কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩১ মে শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের জন্য এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন সকাল থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন ফাঁসের বিষয়টি ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এমনকি বিভিন্ন ফটোকপির দোকানেও ওই প্রশ্নপত্র পাওয়া যায়।
জানা গেছে, পরীক্ষায় ৪০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন।