Tuesday , 28 March 2023

Home » বিনোদন » ভালোবাসা দিবসে ফিরছেন অগ্নিলা

ভালোবাসা দিবসে ফিরছেন অগ্নিলা

January 28, 2017 10:39 am by: Category: বিনোদন Leave a comment A+ / A-

মডেল-অভিনেত্রী হিসেবে বেশ প্রতিভাবান ছিলেন অগ্নিলা। কাজও করছিলেন নিয়মিত। কিন্তু হঠাৎ করে কানাডা প্রবাসী হয়ে যাওয়ায় দীর্ঘদিন মিডিয়ায় দেখা যায়নি তাকে। তবে মিডিয়ার অমোঘ টানে আবারও ফিরে এসেছেন দেশে। এসেই কাজে মনোযোগ দিয়েছেন।

জানিয়েছেন, এখন থেকে দেশেই নিয়মিত থাকবেন। অভিনয়ও করবেন। আসছে ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এরইমধ্যে দুটি নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। একটি নির্মাণ করবেন রেদওয়ান রনি ও অন্যটি আশফাক নিপুণ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নাটকগুলোর শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে অগ্নিলা বলেন, ‘মূলত পড়াশোনার জন্যই কানাডা গিয়েছিলাম। সেটা আপাতত শেষ। এখন থেকে দেশেই থাকব। নিয়মিত কাজ করব। আশা করি সবাই পাশে থাকবেন।’

ভালোবাসা দিবসে ফিরছেন অগ্নিলা Reviewed by on . মডেল-অভিনেত্রী হিসেবে বেশ প্রতিভাবান ছিলেন অগ্নিলা। কাজও করছিলেন নিয়মিত। কিন্তু হঠাৎ করে কানাডা প্রবাসী হয়ে যাওয়ায় দীর্ঘদিন মিডিয়ায় দেখা যায়নি তাকে। তবে মিডিয়ার মডেল-অভিনেত্রী হিসেবে বেশ প্রতিভাবান ছিলেন অগ্নিলা। কাজও করছিলেন নিয়মিত। কিন্তু হঠাৎ করে কানাডা প্রবাসী হয়ে যাওয়ায় দীর্ঘদিন মিডিয়ায় দেখা যায়নি তাকে। তবে মিডিয়ার Rating: 0

Leave a Comment

scroll to top