বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশংকায় দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার মধ্যরাতে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য তুলনামূলকভাবে বেশি।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।
চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা ) বিস্তার করবে। এ সময় বঙ্গোপসাগরে দুয়েকটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
গত মাসে সাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে একটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। পরে তা ঘূর্ণিঝড় মহাসেনের রূপ নিয়ে ১৬ মে উপকূলে আঘাত হানে।