Thursday , 28 September 2023

Home » অর্থনীতি-ব্যবসা » সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন ক্ষিপ্ত অর্থমন্ত্রী

সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন ক্ষিপ্ত অর্থমন্ত্রী

January 30, 2017 10:15 am by: Category: অর্থনীতি-ব্যবসা, শীর্ষ খবর Leave a comment A+ / A-

সাংবাদিকের লিখিত প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নেয়া প্রকল্পে অর্থ খরচের গুণগত মান খারাপ- এমন এক প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ওঠেন অর্থমন্ত্রী। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী রাগে-ক্ষোভে ফেটে পড়েন।
অনুষ্ঠানে নিয়মিত বক্তব্য দেয়ার পর চা-বিরতির আগে এক সাংবাদিক অর্থমন্ত্রীকে একটি চিরকুট পাঠান। তা দেখে অর্থমন্ত্রী উত্তর দেয়ার জন্য প্রস্তুতিও নেন। সাংবাদিকরা এ সময় অর্থমন্ত্রীকে ডায়াসে দাঁড়িয়ে কথা বলার অনুরোধ জানালে তিনি বলেন, মঞ্চে অতিথিদের জন্য রাখা আসনে বসেই কথা বলবেন তিনি।
এ পর্যায়ে চিরকুটের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধৈর্য হারান তিনি। সাংবাদিকের উদ্দেশে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে প্রশ্ন করেছেন? ননসেন্স প্রশ্ন। যিনি এ প্রশ্ন করেছেন তিনি কি জানেন এ প্রকল্পের মাধ্যমে কি কি করা হচ্ছে? কিভাবে জানলেন গুণগত মান খারাপ? অর্থ খরচের গুণগত মান খারাপ এটা আপনাকে কে বলল?  আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।’ এ সময় চিরকুটটিকে ছিঁড়ে টুকরো করে সামনের দিকে ছুড়ে ফেলে দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশ প্রকল্প বাস্তবায়ন করেছে। তার মধ্যে সবচেয়ে মানসম্পন্ন বাস্তবায়নকারী দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। বাংলাদেশ ইজ ওয়ান অব দ্যা বেস্ট পারফরমার ইন দ্য ওয়ার্ল্ড।
এর আগে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না বলেই প্রায় অভিযোগ করা হয়।
তবে এ বিষয়ে নানা ধরনের জটিলতাও আছে। আমরা বহুদিন থেকে বলে আসছি, ন্যায্য ক্ষতিপূরণের দাবি আমরাও করে আসছি। কিন্তু আমরাও ন্যায্যতা পাচ্ছি না। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ভিকটিম হচ্ছে বাংলাদেশ। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
অর্থ সচিব (সিনিয়র) মাহবুব আহমেদের সভাপতিত্বে সেখানে জলবায়ু মোকাবেলায় একটি প্রকল্পের তথ্য প্রজেকশনের মাধ্যমে দেখানো হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তা হচ্ছে ১৭ কোটি ২৭ লাখ টাকা। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। তবে এ প্রকল্প বাস্তবায়নে নীতিগত, ইন্সটিটিউট ও পরিচালনা সংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে বলে প্রকল্প পরিচালক রণজিৎ কুমার চক্রবর্তী কর্মশালায় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তন মানবিক হুমকি হিসেবে দেখা দিয়েছে। উন্নত দেশগুলো কার্বন-ডাই-অক্সাইড অতিমাত্রায় নির্গত করছে। বাংলাদেশ সে তুলনায় অনেক কম। কিন্তু এর শিকার হচ্ছে বাংলাদেশ। আজ পরিস্থিতি এমন, শুধু বাংলাদেশ নয়- প্রত্যেক দেশে জলবায়ু পরিবর্তন হুমকি হিসেবে দেখা দিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রোবেট ড. ওয়াটকিংস এবং ইপিআরসিসি ডিএফআইডি বাংলাদেশ প্রধান এলেনজেন্ডরা মিকলেন প্রমুখ।

সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেললেন ক্ষিপ্ত অর্থমন্ত্রী Reviewed by on . সাংবাদিকের লিখিত প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নেয়া প্রকল্পে অর্থ খরচের গুণগত মান খারাপ- এমন এক প্রশ্নে সাংবাদিকের লিখিত প্রশ্ন ছিঁড়ে ছুড়ে ফেলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নেয়া প্রকল্পে অর্থ খরচের গুণগত মান খারাপ- এমন এক প্রশ্নে Rating: 0

Leave a Comment

scroll to top