‘আনারকলি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তাহসান- এমন খবরই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
শিহাব শাহীনের পরিচালনায় এ ছবিতে তাহসানের বিপরীতে জাকিয়া বারি মম অভিনয় করছেন বলে জানা গেছে। তবে এ খবরের সত্যতা নিয়ে সঙ্গীতশিল্পী তাহসান তার প্রতিক্রিয়া জানিয়েছেন যুগান্তরকে।
তিনি বলেছেন, ‘আমার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। কিন্তু অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হয়নি। ছবির নাম আর গল্প পরিবর্তন হলে অভিনয় করতে পারি। পরিচালক আমাকে গল্প শুনিয়েছেন। তবে গল্প ও নামে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি না। এ দুটি বিষয় যদি পরিবর্তন হয়, তাহলে আমি অবশ্যই কাজ করব।’
উল্লেখ্য, বর্তমানে তাহসান আসছে ভালোবাসা দিবসে কয়েকটি খণ্ডনাটক এবং নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরমধ্যে দুটি নাটকে তার সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে তার স্ত্রী মিথিলাও রয়েছেন। মূলত উৎসবকেন্দ্রিক নাটকেই এ জুটিকে অভিনয় করতে দেখা যায়।