Thursday , 28 September 2023

Home » খেলাধুলা » রোনাল্ডো-মোরাতা নৈপুণ্যে বড় জয় পেল রিয়াল

রোনাল্ডো-মোরাতা নৈপুণ্যে বড় জয় পেল রিয়াল

January 30, 2017 10:39 am by: Category: খেলাধুলা, শীর্ষ খবর Leave a comment A+ / A-

স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মোরাতার নৈপুণ্যে বড় জয় পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিক রিয়াল। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৮মিনিট পর্যন্ত। রোনাল্ডোর পাস থেকে দলকে এগিয়ে নেন কোভাসিচ। বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল তারকা রোনাল্ডো। ম্যাচের ৭২ মিনিটে রোনাল্ডোর ফ্রি কিকে সোসিয়েদাদের জালে বল জড়ান মোরাতা। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি।
তবে ৮৩ মিনিটে সেই মোরাতার গোলেই ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রোনাল্ডো-মোরাতা নৈপুণ্যে বড় জয় পেল রিয়াল Reviewed by on . স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মোরাতার নৈপুণ্যে বড় জয় পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সো স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মোরাতার নৈপুণ্যে বড় জয় পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সো Rating: 0

Leave a Comment

scroll to top