সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও র্যাব-১১ এর বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর আরিফ হোসেনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আবেদন গ্রহণ করেন।
এছাড়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও আরিফের জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দুজনের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ।
এই আইনজীবী সাংবাদিকদের জানান, আদালত আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত বলেছেন, আপিল ও ডেথ রেফারেন্সের ওপর একসঙ্গে শুনানি হবে। তাছাড়া আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আবেদনকারীর আদেশ স্থগিত করেছেন আদালত।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। রায়ে নূর হোসেন ও র্যাবের বরখাস্তকৃত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
গত ২২ জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে পৌঁছে। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত ২৯ জানুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।