Thursday , 28 September 2023

Home » জাতীয় » ‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন ক্ষতিগ্রস্তরা’

‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন ক্ষতিগ্রস্তরা’

February 19, 2017 3:02 pm by: Category: জাতীয়, শীর্ষ খবর Leave a comment A+ / A-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। ” প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন। তবে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায়বিচার লাভ করেছি। ‘

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাশগুপ্ত ও এম এ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।

‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন ক্ষতিগ্রস্তরা’ Reviewed by on . প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত ব Rating: 0

Leave a Comment

scroll to top