রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন উচ্চবিদ্যালয়ে এক কিশোরীকে (১৫) আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। কিশোরীর অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাকে ডেকে এনে গণধর্ষণ করা হয়।
২৯ এপ্রিল পূর্ব জুরাইন উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ৮ জন মিলে তাকে ধর্ষণ করে। সে সূত্রাপুর এলাকায় থাকে। মাঝে মাঝে পূর্ব জুরাইনে তার বোনের বাসায় আসত। ওই সময় শাওন নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। গণধর্ষণের ঘটনায় ১ মে কদমতলী থানায় মামলা হয়েছে। পুলিশ ওই স্কুলের দারোয়ান স্বপনকে গ্রেফতার করে। সে ঘটনার কথা স্বীকার করেছে।
এদিকে মামলার পর ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শাওন নামে জুরাইনের এক ছেলের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে শাওন ফোন করে পূর্ব জুরাইন এলাকায় নিয়ে আসে। পরে দারোয়ানের সহায়তায় পূর্ব জুরাইন উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।
ওই মামলায় শাওন ছাড়াও মুন্না, জলিল, বিশাল, স্বপন, মাসুম, মজিদ, তানজিল ওরফে তাজুকে আসামি করা হয়েছে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বাংলাদেশ সমাচারকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Latest News
- » পরিবারগুলোয় বিচ্ছিন্নতাবোধ বেড়েই চলেছে
- » পায়রা-বাঁশখালী বন্ধ, আশার আলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- » আবারো নির্বাচন নিয়ে খেলায় মেতেছে সরকাল: ফখরুল
- » শঙ্কায় বলিউড!
- » ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া। দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নীরবতা বজায় রেখেছে কিয়েভ
- » নাচ শিখতে গিয়ে কান্নাকাটি সুহানা খানের
- » ভিটামিন সি কেন খাবেন?
- » তেলের দাম বাড়াতে কৌশলী অবস্থানে সৌদি আরব
- » সবাই বলবে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না: পরীমনি
- » বাদশাহ শাহরুখে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী মোদী