ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন স্বামী।
শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর হসুর রোডের এ ঘটনা যেন সিনেমার ঘটনাকেও হার মানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দম্পতি হসুর থেকে তামিল নাড়ুতে ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার ধারের এক ধাবা থেকে খাবারও খান তারা। এ সময় তারা মদ্যপানও করেন বলে ধারণা করা হচ্ছে।
এরপর তারা বেঙ্গালুরুর দিকে যাওয়ার পথে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হন।
এ অবস্থাতেই ৪৮ বছর বয়সী স্ত্রী হামসা, তার ৫৩ বছর বয়সী স্বামী সায়রামের ওপর গুলি চালায়।
সায়রাম এ সময় গাড়ি চালাচ্ছিলেন। হামসা স্বামী সায়রামের ওপর তিন রাউন্ড গুলি চালান।
গুলি খাওয়ার পর আহতাবস্থায় গাড়ি থেকে নেমে সায়রাম বেঙ্গালুরু মেট্রোপলিটন পরিবহন কর্পোরেশনের একটি বাসে করে পালিয়ে যান।
পরে স্ত্রী হামসা গাড়িতে করে ওই বাস ধাওয়া করে সেখানেও তার স্বামীকে মারতে উদ্যত হন।
এ অবস্থায় হামসাকে ঠেকান যাত্রীরা। পরে তাকে পুলিশে তুলে দেয়া হয়। পাশাপাশি তার স্বামীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।