Thursday , 28 September 2023

Home » লাইফস্টাইল » সুতি পোশাক ভালো রাখতে যা যা করনীয়

সুতি পোশাক ভালো রাখতে যা যা করনীয়

June 3, 2023 8:32 pm by: Category: লাইফস্টাইল Leave a comment A+ / A-

সুতির পোশাক অনেক আরামদায়ক হওয়ায় এর চাহিদাও বেশি। কিন্তু সুতির পোশাক দ্রুত জেল্লাও হারায়। কিন্তু পোশাকের যত্ন নিলে এই সমস্যা হয় না। সুতির পোশাক যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে এই পরামর্শগুলো অনুসরণ করতে পারেন:

তরল সাবান ব্যবহার করে সুতির কাপড় পরিষ্কার করতে পারলে ভালো হয়।
সুতির কাপড় গরম পানিতে ভেজালে রঙ নষ্ট হয়। তাই সুতির কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন।
যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা পাউডারের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিন। কাপড়ের রঙ নষ্ট হবে না এমন করলে।
সুতি
প্রচণ্ড কড়া রোদে সুতির কাপড় শুকোতে দেবেন না। বিকালের স্নিগ্ধ আলোয় সুতি কাপড় শুকাতে দিন কিংবা ছায়া আছে এমন একটি জায়গায় শুকাতে দিন।
সুতির কাপড়ের রঙ নিয়েই দুশ্চিন্তা বেশি। তাই ধোয়ার আগে সুতির কাপড় উলটে নিন।

সুতি পোশাক ভালো রাখতে যা যা করনীয় Reviewed by on . সুতির পোশাক অনেক আরামদায়ক হওয়ায় এর চাহিদাও বেশি। কিন্তু সুতির পোশাক দ্রুত জেল্লাও হারায়। কিন্তু পোশাকের যত্ন নিলে এই সমস্যা হয় না। সুতির পোশাক যদি দীর্ঘদিন ভালো সুতির পোশাক অনেক আরামদায়ক হওয়ায় এর চাহিদাও বেশি। কিন্তু সুতির পোশাক দ্রুত জেল্লাও হারায়। কিন্তু পোশাকের যত্ন নিলে এই সমস্যা হয় না। সুতির পোশাক যদি দীর্ঘদিন ভালো Rating: 0

Leave a Comment

scroll to top