Sunday , 3 December 2023

Home » মতামত বিশ্লেষণ » অতি আত্মবিশ্বাসেই পরাজয়: যোগাযোগমন্ত্রী

অতি আত্মবিশ্বাসেই পরাজয়: যোগাযোগমন্ত্রী

চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পেছনে অতি আত্মবিশ্বাস এবং কৌশলগত ও সাংগঠনিক ভুলকে দায়ি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের প্রথম পুনর্মিলনী অনষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসই চার সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিতদের জন্য কাল হয়েছে।
তিনি বলেন, ‘পরাজয়ে সঙ্কট সৃষ্টি হয়েছে, সেই সঙ্কটই আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে মুক্তি লাভ করতে হবে।’
সুর্যসেন হলের সাবেক ছাত্রনেতা ওবায়দুল কাদেরের মতে, আওয়ামী লীগ সরকারের ‘ঈর্ষনীয় সাফল্য’ থাকার পরও ‘কিছু আচারণগত, কৌশলগত ও সাংগঠনিক’ ভুলের কারণে পরাজয় হচ্ছে।
তিনি বলেন, ‘যারা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে আশাহত আমি তাদের দলে নই’।
যারা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলকে আগামী জাতীয় নির্বাচনের ‘সুনিশ্চিত সংকেত’ বলে মনে করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক সিরাজুম ইসলাম মুনীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপসহ হলের সাবেক শিক্ষর্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতি আত্মবিশ্বাসেই পরাজয়: যোগাযোগমন্ত্রী Reviewed by on . চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পেছনে অতি আত্মবিশ্বাস এবং কৌশলগত ও সাংগঠনিক ভুলকে দায়ি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদ চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পেছনে অতি আত্মবিশ্বাস এবং কৌশলগত ও সাংগঠনিক ভুলকে দায়ি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদ Rating:
scroll to top