Thursday , 28 September 2023

Home » তথ্যপ্রযুক্তি » ১২ জুন বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান

১২ জুন বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান

গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা নির্ধারন এবং ইন্টারনেটের সর্বনি¤œ গতি ৫১২ কিলোবাইট  করার দাবিতে মানববন্ধন করেছে তথ্য প্রযুক্তি আন্দোলন।

আজ মঙ্গলবার সকালে বনানীর কামাল আতাতুর্ক  এভিনিউতে তথ্যপ্রযুক্তি আন্দোলনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিটি ইউনিভার্সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের  নেতৃত্বে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তথ্য প্রযুক্তি আন্দোলনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে  ১২ জুন  বুধবার বিকেল ৩টায় বিটিআরসি কার্যালয়ে লাগাতার গণঅবস্থানে যোগ দেয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী বলেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো গণমানুষের দাবি। আমরা জানতে পেরেছি বিটিআরসি আইএসপিগুলোর সঙ্গে যোগসাজশ করে গোঁজামিল দেয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে বিটিআরসির অতীতের রেকর্ডও ভাল নয়। বিটিআরসির সব ধরণের অপতৎপরতা দেশবাসী প্রতিহত করবে।

জুলীয়াস চৌধুরী বলেন, বর্তমানে গ্রামীণফোনের পি৩ প্যাকেজে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৫০ টাকার কম এবং টেলিটক থ্রিজি এফ৩ প্যাকেজে গ্রাহকের ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ ৩৫ টাকার কম। বর্তমানে আইএসপির জন্য প্রতি ১ সেকেন্ডে ১ এমবিপিএস হারে মাসের ব্যান্ডউইথের মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৮০০ টাকা করা হয়েছে। বিটিআরসি থেকে ঘোষিত গ্রাহক পর্যায়ের নতুন মূল্যহারে অবশ্যই ওই অনুপাতে কমাতে হবে।

তিনি আরো বলেন, গ্রামীণফোন পি১ প্যাকেজে ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ নিচ্ছে ২০৯৭১.৫২ টাকা। অন্যরাও এই ধারা অনুসরণ করছেন। আইএসপিগুলোর বেশিরভাগ প্যাকেজই প্রতারণামূলক।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক শার্দুল আহমেদ সেনা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ও আইসিটি অব বাংলাদেশ- ইয়াহু গ্রুপের মডারেটর এম.এ. কবির ও জাগো যুবকের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। আরও উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক রেজা হাসান, দি সফট কিং আইটির সিইও রেক্স রিফাত, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বিপ্লব মাহাব ও সুলতান মন্ডল সজল, নাট্য পরিচালক নাহিদ শাহরিয়ার রাজ, অভিনেতা ও মডেল গজেন্দ্র গমন প্রমুখ উপস্থিত ছিলেন।

১২ জুন বিটিআরসি কার্যালয়ে গণঅবস্থান Reviewed by on . গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা নির্ধারন এবং ইন্টারনেটের সর্বনি¤œ গতি ৫১২ কিলোবাইট  করার দাবিতে মান গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা নির্ধারন এবং ইন্টারনেটের সর্বনি¤œ গতি ৫১২ কিলোবাইট  করার দাবিতে মান Rating:
scroll to top