Thursday , 28 September 2023

Home » খেলাধুলা » ২৩৪ করতে হবে ভারতকে

২৩৪ করতে হবে ভারতকে

একটি করে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। মঙ্গলবার রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে বিপদে পড়লেও ক্যারিবীয়রা ৯ উইকেটে ২৩৩ রান করেছে।

ওয়েস্ট ইন্ডিজ: ২৩৩/৯ (৫০ ওভার)

লন্ডনের কেনিংসটন ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। দলীয় ২৫ রানে ওপেনার ক্রিস গেইল (২১) সাজঘরে ফিরিয়ে ভারতকে কিছুটা স্বস্তি এনে দেন পেসার ভুবনেশ্বর কুমার।

জনসন চার্লস ও ড্যারেন ব্রাভোর জুটিতে অবশ্য পথে ছিল ক্যারিবীয়রা। কিন্তু চালর্সকে ফিরিয়ে ৭৮ রানের এই জুটি ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৬০ রানের সেরা ইনিংস খেলেন চার্লস।

মূলত জাদেজার ঘূর্ণিতেই কাবু হয়ে পড়েছিল উইন্ডিজরা। শেষপর্যন্ত ড্যারেন স্যামির দৃঢ় ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ করে তারা। ৩৫ বলে পাঁচটি চার ও চার ছয়ে হার না মানা ৫৬ রানের খেলা খেলেছেন স্যামি।

১০ ওভারে ৩৬ রানে পাঁচটি উইকেট দখলে নিয়েছেন জাদেজা। একটি করে শিকার করেছেন ভুবনেশ্বর, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

২৩৪ করতে হবে ভারতকে Reviewed by on . একটি করে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। মঙ্গলবার রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে বিপদে পড়লেও ক্যারিবীয়রা ৯ উইকেটে ২ একটি করে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। মঙ্গলবার রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে বিপদে পড়লেও ক্যারিবীয়রা ৯ উইকেটে ২ Rating:
scroll to top