আপনি কি খুব অতিথিবৎসল? মাঝে-মধ্যেই বাড়িতে বন্ধুবান্ধবকে ডেকে জমিয়ে আড্ডা মারেন? তা হলে নিশ্চিন্ত থাকুন। ভাইরাস বা ব্যাক্টেরিয়া ঘটিত ছোটখাটো অসুখ আপনার কিছু করতে পারবে না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই জানিয়েছেন। তাদের মতে, নিমন্ত্রিত অতিথিদের সঙ্গেই চলে আসে অনাহূত অতিথি জীবাণুরা অর্থাৎ কোটি কোটি ব্যাক্টেরিয়া এবং ভাইরাস। কিন্তু তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ক্ষতির চেয়ে বেশি উপকারই হয় এতে।
ভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়েছে, এসব অনাহূত, অবাঞ্ছিত অতিথি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে বলেই তাদের দাবি। গবেষকদের মতে, বাড়িতে ঢোকার পর থেকেই প্রত্যেক অতিথির শরীর থেকে প্রতি ঘণ্টায় কমপক্ষে চার কোটি ব্যাক্টেরিয়া বাতাসে মিশতে থাকে। শুধু তাই নয়, যদি তারা নিঃশ্বাস বন্ধ করেও থাকেন, তা হলেও শুধু ত্বক থেকেই প্রতি ঘণ্টায় এক কোটিরও বেশি জীবাণু ঝরে পড়ে। কিন্তু এরা সবাই ক্ষতিকারক নয়। বরং বেশিরভাগই ভালোমানুষ গোছের। তারা আপনার শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে তোলে। শুনতে আশ্চর্য লাগলেও এমনটা যে হতেই পারে তা জানাচ্ছেন চিকিৎসকেরাও। মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরী বলছেন, মানুষের শরীরে কোষের চেয়ে ব্যাক্টেরিয়ার পরিমাণ বেশি এবং পরিবেশে যে সব জীবাণু রয়েছে তারা সবাই ক্ষতিকারক নয়। বরং এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ ভাগই উপকারী। তার কথায়, এরা অনেকটা ভ্যাকসিনের মতো কাজ করে। –