তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ইন্টারনেটের দাম কমিয়েছে। থ্রিজি উন্মুক্ত করাসহ তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নানামুখি কাজ করছে। এখন সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ প্রণয়ন করা হবে। সচেতনতার জন্য গড়ে তোলা হবে ইন্টারনেট ‘লিটারেসি সেল’। সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ২৯ সেক্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের অঙ্গীকার নিয়ে ‘কাস্টমার ফার্স্ট ডে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকের মাধ্যমে খুব সহজেই একে অপরের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। কিন্তু অনলাইনে বন্ধু নির্বাচনে সতর্ক হবে। তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার। প্রতিমন্ত্রী এ সময় ওই কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কম্পিউটার ল্যাব তৈরি ও থ্রিডি প্রিন্টার দেওয়ারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, পরবর্তী পাঁচ বছরে এশিয়াতে টেলিনরের বাজারের বড় সম্প্রসারণ ঘটবে। আর তরুণরাই হবে ডাটাকেন্দ্রিক টেলিকম খাতের মূল গ্রাহক। এ বাজারে প্রথমবারের মতো প্রায় ৫০ কোটি তরুণের কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং তারা অনলাইনে কীভাবে নিরাপদে থাকবে এ নিয়ে তাদের শিক্ষিত করে তোলাই টেলিনরের অন্যতম লক্ষ্য। আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হান্নান, গ্রামীণফোনের কর্মকর্তা নেহাল আহমেদ প্রমুখ।
গ্রামীণফোন জানায়, টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ১৩টি দেশে একযোগে ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদযাপিত হয়েছে। ‘কাস্টমার ফার্স্ট ডে’ উদ্যোগটি গ্রামীণফোনের কর্মী ও ম্যানেজমেন্ট টিমকে সরাসরি গ্রাহকদের সঙ্গে কথা বলা ও তাদেরকে নিরাপদ ইন্টারনেট নিয়ে জানানো এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে অঙ্গীকার করার সুযোগ করে দেয়।
Latest News
- » প্রতিটি মানুষ যেন ভ্যাকসিন পায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
- » বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ!
- » কলম্বিয়ার বিপক্ষে অনেক কষ্টে জয় পেল ব্রাজিল
- » রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু
- » ঢালাও সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে না, ভ্যাট হারও কমছে
- » ধূমপানমুক্ত বিশ্ব চায় শীর্ষস্থানীয় সিগারেট কোম্পানি!
- » সরকার সকল ধর্মের মানুষের মর্যাদা নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী
- » ঘোরা-খাওয়ার ফাঁকে স্বামীকে স্ত্রীর তিনবার গুলি
- » জুরাইন স্কুলে আটকে কিশোরীকে গণধর্ষণ
- » কৃষি ও বিদ্যুতে কমছে ভর্তুকি কৃষিতে ৩ হাজার, বিদ্যুতে পাঁচশ’ কোটি টাকা কমছে