টস ঠিক সময়েই হলেও বৃষ্টির কবলে পড়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সবাই যখন এবারের বিপিএলের প্রথম ম্যাচটি দেখার অপেক্ষায়, তখনই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি। শেষ পর্যন্ত আর ম্যাচই হলোই না।
ন্যূনতম ৫ ওভারের ম্যাচের জন্যও খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। কিন্তু অবস্থা বুঝে ২০ মিনিট আগেই বিকেল ৪টা ৫০ মিনিটে জানিয়ে দেয়া হয়, ম্যাচ পরিত্যক্ত।
এর আগে টসে জিতে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। টসের পর দু দলের সঙ্গে পরিচিত হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বাগড়া হল বৃষ্টি। ফলে, বিপিএলের চতুর্থ আসরে এসে এই প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।
আজ প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল এবারের নতুন দল রাজশাহী কিংস ও বর্তমান চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানসের।
তবে বৃষ্টিবাধা উপেক্ষা করে এখন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি রয়েছে। প্রথম ম্যাচটা দেখা না হলেও তাদের অপেক্ষা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া খুলনা ও রংপুর রাইডার্সের ম্যাচটির জন্য।